ফের নিম্নচাপের কারণে বাংলাদেশের আকাশে দেখা দিচ্ছে আংশিক বৃষ্টি
আবার ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে কিছু কিছু বিভাগে আবার দেখা দেবে আংশিক বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থা থেকে জানানো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়াও দেশের বেশিরভাগ জাইগায় হবে আংশিক মেঘলা দেখা যাবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের ফলে আগামী ২ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয় যে এই দুইদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তারপর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে তাপমাত্রা। সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।