রাজনৈতিক দিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাতিল হবে, কমতে পারে বাজেট
উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হবে। এজন্য অনেকটায় বাজেট কমবে। চলতি বছরের চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস জানান পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা বলেন নতুন অনেক প্রকল্প বাদ দিতে হচ্ছে। অনেক প্রকল্প রাজনৈতিক দিক বিবেচনায় নেওয়া হয়। এসব প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। এখন নৈতিক সিদ্ধান্ত হচ্ছে অনুমোদিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, তুন ধারার প্রকল্প নেবো শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন করার জন্য। দ্রুত সময়ে কিছু নতুন ধরনের প্রকল্প তৈরি করতে পারি কি না দেখবো।