June 18, 2025

খানাখন্দে ভর্তি রাস্তার কাজ অতি ধীর, হামেশাই হচ্ছে অঘটন

নারায়ণগঞ্জের বাসিন্দাদের জন্য যেন গলার কাঁটা হিসেবে পরিণত হয়েছে পঞ্চবটি-মুক্তারপুর ৬ লেন বিশিষ্ট সড়কের নির্মাণকাজ। কাজের ধীরগতির কারণে বর্তমানে এই সড়কে চলাচল করাটাই অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো সময় চলাচল করতে গিয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন অনেকে। একই সঙ্গে বিভিন্ন শিল্প কারখানার মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। ফলে অনেক সময় শ্রমিকদের সময় মতো বেতন-বোনাসও পরিশোধ করা যাচ্ছে না। সড়কের বেহালদশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের, অনেক সময় রিকশা থেকে পড়ে আহত হচ্ছেন অনেকে।

যানজট নিরসনে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার দিকে ৩শ ১০ মিটার করে ৬ লেন সড়ক নির্মাণ করা হবে। মুক্তারপুর সেতুর দক্ষিণপ্রান্তে ৪৪৩ মিটার এ্যাডগ্রেড সড়ক ৪ লেনে উন্নীত করা হবে। নারায়ণগঞ্জ অংশের গোপচর এলাকায় অধিগ্রহণের টাকা পরিশোধ করতে না পারায় সেখানে কাজের গতি একটু কম। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *