দূষণে ছেয়ে যাচ্ছে দেশ বিপন্ন পরিবেশ

বায়ুদূষণে বছরে অধিকাংশ সময় বিশ্বের শীর্ষ তিনে থাকে রাজধানী ঢাকা। ঘোষিত ‘নীরব’ এলাকায়ও শব্দদূষণ মাত্রাতিরিক্ত। দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানে হচ্ছে কোটি কোটি টাকা জরিমানা, তবুও কমছে না দূষণের মাত্রা। নিয়ম ভাঙার অসুস্থ প্রতিযোগিতায় সারাদেশের পরিবেশই হয়ে উঠছে বিপজ্জনক। দূষণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা সৃষ্টি ও রাজনৈতিক সদিচ্ছা থাকার দাবি জানিয়েছেন তারা। ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬০৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার ৪৩৫টি মামলা করা হয়, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ১১ জনকে।
দূষণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের বায়ুদূষণ আগের আট বছরের জানুয়ারি মাসের গড় মানের তুলনায় ২৪ দশমিক ৫২ শতাংশ বেশি। আট বছরের জানুয়ারি মাসের গড় দূষণের মান ছিল ২৫৫ দশমিক ৪৮। এই দূষণ দিন দিন শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। দূষণের উৎসগুলো চিহ্নিত করেই সেখানে কাজ করতে হবে।