July 14, 2025

মৌসুমী ফল আছে তবে চড়া দামে বিক্রি হচ্ছে আঙ্গুর

মৌসুমি ফলে বাজার ভরপুর, এসব ফলের চাহিদা ও সরবরাহ দুটোই বেশি। কিছু ফল দামের অপরিবর্তিত থাকলেও উল্টো দাম বেড়েছে মাল্টা ও কমলার। বন্দরে সমস্যা তৈরি হওয়ায় আড়তে কয়েকটি ফলের সরবরাহ নেই। এতে বাড়তি দামে কিনতে হচ্ছে ফল। সম্প্রতি ডেঙ্গুসহ নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন ফলের। বিশেষ করে মাল্টা ও কমলার বাড়তি দাম চাওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন, আঙুরের দাম কেজিতে ৫০ টাকা কমেছে।

এলাকার অধিকাংশ দোকানেই কমলার উপস্থিতি নেই, দু’একটি দোকানে থাকলেও ৩৬০ থেকে ৩৮০ টাকা টাকা চাওয়া হচ্ছে। যেগুলো কিছু দিন আগে ২৭০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে ছিল, এমনটা বলছেন ক্রেতারা। শফিউল্লা সিকদার নামে এক ক্রেতা বলেন, ‘এখন করোনা আক্রান্তের হার বেশি, ডেঙ্গু রোগীও বেড়েছে। এই দুই রোগে আক্রান্ত হলে মানুষ মাল্টা, কমলা ও পাতি লেবু বেশি খেয়ে থাকেন। এতে বিক্রি বেড়ে যায়, তখনই দাম বাড়িয়ে দেন বিক্রেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *