June 18, 2025

বাজারে প্রচুর আম মজুত রয়েছে, আশামাফিক দাম পাচ্ছে না কৃষকরা

ফলন ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছেন না সাতক্ষীরার আম কৃষকরা। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের সুস্বাদু আম নিয়ে দেশের বিভিন্ন জেলায় খ্যাতি পাওয়া সাতক্ষীরার চাষিরা এবার লোকসানের মুখে পড়েছেন। সময়ের আগে আম পাকতে শুরু করা এবং বাজারে একসঙ্গে বিপুল আম উঠে যাওয়ায় দাম কমে গেছে। চাষিরা বলছেন, বাজারে বর্তমানে আমের মণপ্রতি দাম ১৬০০ থেকে ২৩০০ টাকার মধ্যে ওঠানামা করছে। অথচ প্রতি মণ আম উৎপাদনে তাদের খরচ হয়েছে গড়ে ১৮০০ থেকে ২০০০ টাকা।

চাষিদের অভিযোগ, স্থানীয় আম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একসঙ্গে আম কম দামে নিতে বাজার নিয়ন্ত্রণ করছে। সাতক্ষীরায় আম চাষে প্রায় ৫ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে জড়িত। আম রপ্তানির জন্য জেলাটির রয়েছে বিশেষ পরিচিতি। নিয়মিতভাবে এমন পরিস্থিতি চলতে থাকলে সাতক্ষীরার অনেক চাষিই ভবিষ্যতে আমচাষে আগ্রহ হারাবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *