October 13, 2025

কেন শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনের চাহিদা বাড়ছে?

এজেন্সি: প্রযুক্তিনির্ভর এই সময়ে মুঠোফোনটা থাকা চাই সর্বদা সচল। আর তাই একবার চার্জ দিয়ে দীর্ঘসময় ব্যবহার করা যায়, এমন স্মার্টফোনের চাহিদা ক্রমশ বাড়ছে। ব্র্যান্ডগুলো এ চাহিদা বিবেচনা করে নিয়ে আসছে নতুন সব মডেল। নতুন আসা শাওমির রেডমি ১৫ স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। 

দীর্ঘস্থায়ী ব্যাটারি হওয়ায় ডিভাইসটি একবার ফুল চার্জ দিয়ে প্রায় দুইদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন গ্রাহক। রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জে দেওয়া যাবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এক চার্জেই যারা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা চান, তাদের নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে ডিভাইসটি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *