December 3, 2024

বকেয়া বেতন পেয়ে খুশি শ্রমিক শ্রেণি আগামী দিন থেকে খুলবে কারখানা

গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস গ্রুপের পাঁচটি কারখানার সাড়ে ছয় হাজার শ্রমিক ও কর্মীরা বেতন পেয়েছেন। প্রতিষ্ঠানটি নোটিশ দিয়েছে আগামীকাল শনিবার থেকে কারখানা চালু হবে বলে। এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমবার রাত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। রাতেই অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। ওই বৈঠকে রোববার পর্যন্ত সময় নেওয়া হলেও গতকাল সন্ধ্যায় কারখানার শ্রমিকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এ সম্পর্ক টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান হেদায়তুল হক বলেন, ‘শ্রমিক অসন্তোষ নিরসনে সহযোগিতা করায় উপদেষ্টাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব সবুর হোসেন, বিজিএমইএর অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের কাজে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দেবে। এ ছাড়া ৩০ নভেম্বরের আগে কেউ যদি আবার সড়ক অবরোধ করেন, তাহলে টাকা পরিশোধ করা হবে না বলেও জানানো হয় বৈঠক থেকে।এদিকে বেতন পেয়ে শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেছেন। কিছু শ্রমিকের কাছ থেকে জানা যায় রোববারের মধ্যে তাদের বেতন পরিশোধের জন্য সময় নিয়ে ছিল মালিক পক্ষ। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়েছে শ্রমিকরা। কারখানা মালিক কথা দিয়ে কথা রেখেছেন। এ জন্য শ্রমিকরা মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *