ঈদের যাত্রা সুখময় করতে তৎপর দেশের রেল বিভাগ

সকাল ৬টায় কমলাপুর স্টেশন থেকে গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, ধুমকেতু এক্সপ্রেস। অন্যান্য দিনের মতো আজ সকালেও ঠিক সময়ে ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যদিয়ে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু। প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এবারের ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো-ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার পাওয়া যাবে আগামী ৪ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।