June 18, 2025

তীব্র গরমে আরাম দিচ্ছে ডাবের পানি

চলমান তাপপ্রবাহে তৃষ্ণা নিবারণের জন্য চাহিদা বেড়েছে ডাবের। হাতের নাগালে রয়েছে মৌসুমি ফল আম ও লিচুর দাম, পর্যাপ্ত জোগানও রয়েছে। বাজারে তিন ধরনের আম পাওয়া যাচ্ছে, এর মধ্যে আম্রপালি, ল্যাংড়া ও হিমসাগর আকারভেদে ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডাব বিক্রেতা করেন আমিনুর বলেন, গরমে ডাবের চাহিদা বেড়েছে আগের তুলনায় ৫০-৬০ পিস বেশি বিক্রি হচ্ছে।

পল্লবীর বাসিন্দা আসাদুর বলেন, তীব্র গরমে হেঁটে ক্লান্ত হয়ে গেছি তাই ক্লান্তি দূর ও তৃষ্ণা মেটাতে ডাব খেলাম। দোকানদার আসিফুল লিচু বিক্রি করছিলেন ৬০০ টাকায়। তিনি বলেন, এগুলো অরজিনাল বোম্বাই লিচু। গত সপ্তাহে ৫৫০-৫৬০ টাকায় বিক্রি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *