June 18, 2025

পদ্মার পানি বাড়ায় ফেরি চলাচলে চিন্তা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের র‍্যাম তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে ৭ নম্বর ফেরিঘাট। সকাল ৮টার দিক থেকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হলেও ঝুঁকি নিয়ে ৪ নম্বর ঘটে দিয়ে ওঠানামা করছে যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাট রয়েছে। এরমধ্যে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে চালু রয়েছে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট।

হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধিতে দৌলতিদিয়ার ৭ নম্বর ঘাটের র‍্যাম তলিয়ে যাওয়ায় সকাল ৮টার দিক থেকে ঘাটটি বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ঘাটটি চালু করতে সকাল থেকে মেরামতের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *