August 30, 2025

ঢাকা চট্টগ্রামের সড়কে ঈদের চরম ভিড় তবে যানজট তৈরী হয়নি

ঈদযাত্রায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। বাস কাউন্টারগুলোতেও ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে, এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রীর অভিযোগ নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০-১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন তা অস্বীকার করেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। আমাদের এরিয়ায় সব মিলিয়ে মোট ২৭ জন পুলিশ সদস্য মহাসড়কে আছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা রয়েছে। ফলে যাত্রী এবং বাস চালকরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। আশা করছি কোনো সমস্যা হবে না। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঈদকে ঘিরে আমাদের দুটি টহল টিম মহাসড়কে রাউন্ড দিচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সচেতন রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *