ঢাকা যমুনা সেতুতে ভিড়ে ভিড় ঘর ফিরতি মানুষের

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। টোল আদায়ের ধীরগতির কারণে এমন হয়েছে৷ প্রশাসন ঠিকমতো কাজ করছে না।
রংপুরগামী বাসের চালক মোহাম্মদ নূর ইসলাম বলেন, রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে যানজট। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি। এখন কী করবো? এভাবেই দুর্ভোগ নিয়ে আমাদের যেতে হচ্ছে৷ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এ যানজটের সৃষ্টি হয়েছে।