দেশে বর্ষার কারণে বাড়ছে মরিচের দাম

টানা বৃষ্টিপাতের কারণে পটুয়াখালীতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সাড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে পেঁপে ৩০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০-৫৫ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও তাল বেগুন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। পুঁইশাক প্রতি আঁটি ৪০ টাকা, লাউ শাক ৫০ টাকা, শাপলা পাতা ও ঢেঁকি শাক ৩০ টাকা এবং কলমি শাক ৩০ টাকায় ৪ আঁটি বিক্রি হচ্ছে।
একই কথা বলেন ব্যবসায়ী মনির মিয়া জানান, ‘গত সপ্তাহে যে সব পণ্য আমরা অল্প দামে বিক্রি করতাম এবার সেগুলো বেশি দামে কিনতে হয়েছে। বৃষ্টি কারণে স্থানীয় বাজারে সবজি আসছে না। এসব ভারত থেকে কেনা এজন্য দাম বেশি।’ চৌরাস্তা এলাকার শিহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সপ্তাহের সবজির দাম বেশি। বৃষ্টির কারণে বাজারে স্থানীয় সবজি আসছে না। দাম বৃদ্ধিতে কেনাকাটা করতে একটু কষ্ট হচ্ছে।