July 1, 2025

প্রচুর আম বাজারে তবে দাম পাওয়া যাচ্ছে না আশামতো

এবার আমের ভালো ফলন হয়েছে। কিন্তু দামে মার খাচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। আমের দাম পড়ে যাওয়ার পেছনে কয়েকটি কারণের কথা বললেন ব্যবসায়ীরা। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের বণিক সমিতির সভাপতি ওসমান আলী বললেন, এবার অতিরিক্ত গরমের কারণে আগেই আম পেকে গেছে। বেশ কিছু জাতের আম একসঙ্গে পেকে গেছে। বাজারে আমের প্রচুর আমদানি হয়েছে। সাহেব আলী জানান, বাজারে এখন ক্ষীরশাপাতি ও ল্যাংড়া জাতের আমই প্রধান।

ভালো মানের আম বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা মণ দরে। সবচেয়ে নিম্নমানের আম বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ টাকা মণ দরে। কথা হয় সাপাহার আম বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। তাঁরা বলেন, এবার প্রচণ্ড গরমের কারণে আম্রপালি, নাক ফজলি, বারি আম-৪, ল্যাংড়া, ব্যানানা ম্যাঙ্গো আগেভাগেই পেকে গেছে। গোপালভোগ, ক্ষীরশাপাতি ও নাক ফজলি আম বাজারে ওঠার চার-পাঁচ দিন দাম ঠিকমতো পেলেও সময়ের আগেই আম্রপালি ও ল্যাংড়া আম বাজারে উঠতে শুরু করায় দরপতন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *