July 1, 2025

দেশের প্রায় ফাঁকা রাজধানীতে সবজি বাজার ও হাহাকার করছে

ঈদুল আজহার ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে, কমেছে সবজির সরবরাহ, কমেছে ক্রেতা, আর একই সঙ্গে কমেছে দামও। সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় দোকানিরা তুলনামূলক কম পণ্য এনেছেন। যেসব দোকান খোলা, সেগুলোতে সবজির সরবরাহ যেমন কম, তেমনই ক্রেতার উপস্থিতি কম। ফলে দোকানিরাও অনেকটাই অলস সময় পার করছেন। দাম কমার তালিকায় রয়েছে টমেটো ও লেবু। ঈদের আগের দিন ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো এখন ৫০-৬০ টাকা কেজি। সব ধরনের সবজির দাম ঈদের আগের দিনের তুলনায় কমেছে।

ঈদের আগের দিন টমেটো ও শসা ১০০ টাকা কেজি বিক্রি করেছি, আজকে টমেটো ৬০ টাকা আর শসা ৫০ টাকায় বিক্রি করছি। একটানা মাংস বেশি দিন খেতে কারও ভালো লাগে না। দুদিন পরই ঢাকায় যারা আছেন, তারা সবজি কিনতে ছুটবেন, তখন দাম বাড়বে বলে আমরা মনে করছি। সোনালী মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির মতো দাম অপরিবর্তিত রয়েছে ডিমের। ঈদের আগের দিনের মতো ডিমের ডজন ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *