August 30, 2025

চা রপ্তানিতে নজর কাড়ছে বাংলাদেশ

চা রপ্তানির সুবর্ণ সময় বাংলাদেশ ফেলে এসেছে সেই ২০ বছর আগে। তবে ২০২৪ সালে তার আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি চা রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও একই সময়ে উৎপাদন কমেছে। ২০২৪ সালে দেশে চায়ের উৎপাদন কমেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ চা উৎপাদনে পিছিয়ে ছিল। এক দশক আগেও দেশে চা উৎপাদন হতো ছয় কোটি কেজির কিছু বেশি। একদিকে চায়ের রপ্তানি হচ্ছে, আবার কিছু চা আমদানিও হচ্ছে। বিশেষ করে যেসব চা আমদানি হচ্ছে সেগুলো উন্নতমানের, যার ক্রেতা নামিদামি হোটেল ও উচ্চবিত্ত মানুষ। চায়ের চাহিদা প্রতিনিয়ত বাড়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির জন্য খুব বেশি চা অবশিষ্ট থাকছে না।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেন, ‘আমাদের চা রপ্তানি এখন ধারাবাহিকভাবে বাড়ছে। এই রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে সরকারের প্রণোদনা। গত বছর থেকে রপ্তানির বিপরীতে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে রপ্তানিকারকদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *