প্রচন্ড তাপের পর স্বস্তির বৃষ্টিতে ভাসছে শহর ঢাকা

তীব্র গরমের মাঝে রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে, শুনে স্বস্তির নিশ্বাস নিচ্ছে দেশের মানুষ। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এখন যে তাপপ্রবাহ বইছে, তা আজ অনেক জেলা থেকে কমে আসবে। তবে উত্তরাঞ্চল থেকে কমতে আরও কিছুদিন সময় লাগবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।