June 18, 2025

দূষণের কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর ঢাকা

রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের গোড়ায় কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় আশপাশ ঢাকছে কালো ধোঁয়ায়। প্রতিদিন হাজার হাজার বাস-মিনিবাস-ট্রাক ঢাকা শহরের আকাশ-বাতাস দূষিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে জরিমানা করে, কিন্তু বাস্তবে বিআরটিএ থেকে কালো ধোঁয়া নির্গত হয় এমন গাড়িরও ফিটনেস সার্টিফিকেট পাওয়ার অভিযোগ রয়েছে। যানবাহনের কালো ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত রোগী এবং যারা দীর্ঘক্ষণ সড়কের পাশে থাকেন তারা বায়ুদূষণে বেশি ভুক্তভোগী। প্রায় ৬ লাখ ৬৫ হাজার গাড়িরই রেজিস্ট্রেশন এবং হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট ও ট্যাক্স টোকেন নেই।

সড়কে অবৈধ হয়ে পড়া যানবাহনের মধ্যে বাসের সংখ্যা প্রায় ২১ হাজার, মিনিবাস ১২ হাজার, ট্রাক সাড়ে ৫৭ হাজার, প্রাইভেটকার ৭৩ হাজার ২০০ এবং মাইক্রোবাস ৩১ হাজার। গত বছরের ৫ আগস্টের পর ক্ষমতায় আসা অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার ১ মে থেকে এসব বেশি পুরোনো গাড়ি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজী মো. জোবায়ের মাসুদ বলেন, কিছু কিছু মালিক বায়ু দূষিত করে এমন গাড়ি সড়কে চালায়। এজন্য আমরা পুলিশের কাছে চিঠি দিয়েছি যাতে গাড়িগুলোর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়। বিআরটিএ মোবাইল কোর্ট করেও অনেক গাড়ির বিরুদ্ধে মামলা, ডাম্পিং করেছে। হয়তো শতভাগ গাড়ি মোবাইল কোর্টের আওতায় আসেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *