বন্যার পানি ঢুকছে বাঁধ ভেঙে, ব্যাস্ত সাধারণ মানুষ

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকছে লোকালয়ে। বেশ কয়েকটি স্থানে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে, এতে উপজেলাজুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে বাখরশাল এবং সকাল ৮টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় আরও একটি ডাইক ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশল দীপক রঞ্জন দাশ বলেন, সুরমা-কুশিয়ারা বেশ কয়েকটি স্থানে গতকাল ফাঁটল দেখা দেয়। আজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। আমাদের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। যেখানে ফাঁটল দেখা দিয়েছে, সেগুলো যাতে না ভাঙে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।