July 14, 2025

মিয়াজাকি আম চাষ করে লাভবান হচ্ছে বহু চাষী

উচ্চমূল্যের জাপানি মিয়াজাকি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন মেহেরপুর শহরের তরুণ বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল। কৃষি বিভাগ বলছে, কৃষকদের মিয়াজাকি আম চাষে সার্বিক সহযোগিতা করা হবে। মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ২ বিঘা জমিতে আড়াই বছর আগে ৭৭টি জাপানি মিয়াজাকি জাতের আম গাছ লাগান মির্জা গালিব। যার কেজিপ্রতি দাম ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। নতুন জাতের খয়েরি রঙের এ আম দেখতে বাগানে ভিড় করছেন এলাকাবাসী ও অন্য বাগান মালিকেরা। এ ধরনের আম এর আগে দেখেননি তারা। উজ্জ্বলের বাগানে আমের ফলন ভালো হওয়ায় বাগান তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন তারা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম বলেন, ‘এ জাতের আমটি ওষুধিগুণসম্পন্ন। ডায়োবেটিস, ক্যানসার প্রতিরোধী ও হজম শক্তি বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ জাতের আম খুবই কার্যকর। উজ্জ্বলসহ উচ্চমূল্যের এ ধরনের ফল আবাদে জেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *